বৃক্ষের মরমরে শালিকের গুনজনে
কোকিলের কুহুতানে চড়ুইয়ের ডাকে-
দোয়েলের সুরে সুরে সঙ্গিত ভাসে
মন আমার ছুটে যায় এক রাশ ভালোবাসা পেতে----
মেঘেদের ছোটাছুটি অতসী চন্দ্রের কীরনে।
চাতকের ছোটাছুটি জোনাকি কীরনে।
ময়ূরের কলনাদে ময়ূরি পাশে ----
তা দেখে মোন আমার আকুতির ক্রন্দনে
একান্তে ছুটে সেই মানুষিটির খোজে।
কোন্ খানেতে হারিয়ে গেছে?
কোন্ দিকে যে ছুটি! কোথাই গেলে?
কেমন করে? একান্তে তুমি আমায় ফেলে।
এই নিশিথে সোবাই কেমন আনন্দেতে
সঙ্গিহারা দুঃখি আমি তোমার খোঁজে খোঁজে-----