শুয়ে আছি ভাঙাঘরে
রোদবৃষ্টি আড়াল করা,ঘরের চালিতে।
দিগন্ত থেকে ছুটে আসছে বোঝাই করা
স্বপ্নের জাহাজ
তিল তিল করে ইমারৎ
ধ্বসে যাচ্ছে মনের সৌধ প্রাচীর।
সূর শুধু সূর-
হাওয়ায় উড়ে আসছে মানুষের কন্ঠ থেকে।
ফুলেদের লগ্ন বয়ে যাচ্ছে নেই কোনো মধুমাছি।
আসছে শুধু পঙ্গপাল                      
সবুজ ঘাঁসের ক্ষেতে
তারা বলছে আমরা বাঁচতে চাই
অনেক বছর বাচতে চাই
সবুজ ঘাঁসের হরিৎশষ্য খেয়ে।
মায়া মেঘ আসুক,ঝরুক বৃষ্টি।
স্বপ্নের জাহাজ এসে
লোপাট করুক স্বপ্নের পুরি।
আমরা চাইনা ভালোবাসা,
চাইনা দয়া-মায়া ভিক্ষা
শুধু চাই স্বাধিনতা
সবুজের স্বাধিনতা।