এসেছে বসন্ত বৃক্ষের ডালে ডালে
কচি কচি পত্রে ভরিয়েছে সবুজাভে।
নগ্ন পলাশের ডালে ডাল ভরিয়েছে
হলুদ হলুদের সুরভিত বাহারে।
কদর্যহীন শিমুলের ফুলে ফুলে
ঢেকেছে ভুমি লাল গালিচায় ভরে।
নব সবুজ বাহারের মাঝে
রুপসী বাংলা উঠেছে ফুটে
নানা রঙে কুসুম কুসুমে।
কোকিলের কুহুতানে,ভোমরার
গুঞ্জনে-
বাংলা আমার জাগছে বারে বারে
অপরুপ বসন্তের মধুর কলরবে।