যে প্রেমের মালা তুমি
পরালে আমার গলে
তাহা খুলতে গেলে লাগে
ছিড়তে গেলে বাজে।
মাল্য খানির সেই রঞ্জিত পুষ্পে,
পাপড়ির গায়ে গায়ে লেখা
তোমার দেওয়া বিরহের ব্যথা।
মাল্য পুষ্পের উত্থিত সৌরভে
বহিছে মোর প্রেমের কথা দিক-দিগন্তে-
ভুলতো করেছি,ফুলতো তুলেছি
গেঁথেছি ডোরে ডোরে,আমিই মালী,
সজাগ নয়নে,বদ্ধ চেতনাতে
পরেছি সে মাল্য,তোমার হাতে।
পরেছি যেদিন,যানিনা সেদিন
হবকি প্রেমের শিকার ,একদিন।
বদ্ধ চেতনার উদর চিরে
গর্ভজাত  সজাগ হঁশে
আজি অতিময় করেছি আমি
অতীতের সেই স্মৃতি,
যে স্মৃতিতে রয়েছে,
অভিমানীর সাথে রয়েছে
অভিনয়কারণীর নিস্তব্ধতায়
তুমুল অশান্তির তুষানল।