ঝড়োবৃষ্টিতে নীড় ভাঙা পাখির মত
শ্রাবনের দূর্যোগ অন্ধকার রাত্রিতে
তিলে তিলে গড়ে তোলা কুলার স্বপ্নে
হারিয়ে যেতে দেখেছি-
আমার সুদৃঢ় প্রেম ভালোবাসাকে,
তোমার মিথ্যে ভালোবাসার
মায়াময় আচ্ছাদন থেকে।
তোমার প্রেমের রচিত নাট্যে
নায়কের ভূমিকায় আমি কত
ক্লান্ত ব্যর্থ হয়েছি বারংবার।
তাই দুঃখ পেলেও আজ আমি সুখে,
ঐ সুখ নাট্যকারের হাতেই রচিত,
আমার নয়-
তাই ব্যর্থ হয়েও আজ আমি জয়ী
তোমার ছল চাতুরির রনপ্রঙ্গনে।