বন্ধু তুমি আমার কাছে
আঁধার ভাঙা আলো
তোমার প্রেমের পরশ পেলে
থাকি আমি ভালো।


মিস্টি মুখের হাসি তোমার
টানা টানা আঁখি
তোমার কুলার আমি যেন
হতে পারি পাখি।


চালচলনে তোমার মত
পাইনা কোনো শৈলি
দেখতে বড়ো ইচ্ছে করে
তোমার চলার ভঙ্গি।


ভ্রমর কালো চুল তোমার
সূক্ষ্ম চূলের রাশি
কেশরাশি দেখলে পরে।
তন্ময়ে- চেয়ে থাকি।


আশ্বিন প্রাতের শিশির তুমি
শরৎ ভোরের শিউলি
তোমায় আমি রাখবো করে
ভালোবাসার মৌলি।


বন্ধু তুমি বর্ষা বেলার
শেষ গোধূলির রবি
তোমার রূপের বর্ণনা
দিতে পারে কোন কবি?


একটু দেখে তোমায় আমি
কল্পনাতে ভাসি
দাওনা দেখা তবু আমি
ঘুরে ঘুরে আসি।


অভাগা প্রেমিক আমি
ভোলোবেসে ক্লান্ত
এক পলক দেখার লাগি
আজ আমি ব্যথিত পান্থ।


আজকে আমায় তুচ্ছ ভেবে
ছুড়ে দিতে পারো
আবেগ গেলে সজাগ হলে
আমায় ভালোবেসো।


শ্রাবন নিশিথ নির্জনেতে
যদি মনে পড়ে আমায়
একটু খানি ভিজে নিও
বৃষ্টি জলের ওই বরিষায়।


বৃষ্টি হয়ে নামবো আমি
পাবো তোমার ছোঁয়া,
বুকের মাঝে যত গ্লানী
যাবে আমার ধোয়া।