অপ্রত্যাশিত সূর্য্যের কীরন,
পৃথিবীকে আলো-তাপ-শক্তি দিয়ে
রূপ-রস-গন্ধে সজাগ করে রেখেছে।
সেই হেতু পৃথিবীর নিকট চায়না কিছু।
দিতে যানে, নেওয়ার প্রতিদানে-
রাখে না কোনো রূপ আশা।
সেই রূপ প্রিয়তমা ধরে নাও,
আমি অংশুমান-
ভালোবাসার কীরন পড়ুক
প্রজ্বলিত হয়ে উঠুক,
তোমার দেহ মন,
এই সচ্ছপ্রেমের কীরন বয়ে যাক
তোমার শিরায় ও শিরায়।
আমার শরীর থাক কলঙ্কেই
ক্ষতি কি?
যদি কলঙ্কের শরীর হতে নির্গত হয়;
পূর্ণিমার রাত্রির মতো উজ্বলতা ।
যার কীরনে কেউ ভরে ওঠে
শোনালি আনন্দের প্রেমে।
চাই না আমি ভালোবাসা,
আশাও করি না।
যতই থাকি আমি,
নৈরাশ্যের অতল গহ্বরে।
তবু সদা সচেস্ট তোমার
তোমার পাশে থেকে
দুচোখের অশ্রু মোছাতে।
যানি তোমার প্রেমের যোগ্য
আমি নই।
অযোগ্যের ভালোবাসা,
তাও দিতে যাই আমি।
ভয় পেও না!
আমি চাইবো না ভালোবাসা,
দিয়েই যাবো....