পথিকবেশি প্রেমিক আমি
তোমার অন্বেষনে-
কে গো তুমি প্রেয়সী মোর
নাম জানি না তোমার,
তবু শত শত বার খুজে চলি
অনিবার প্রেমের পত্র প্রেরনে।
দীর্ঘ সময় অতিবাহিত করেছি আমি
শুধু তোমার সন্ধানে-
উষার ঝিলমিল রৌদ্রে
তোমার পরশ পেয়েছি গো প্রানে।
কাল বৈশাখীর সুতীব্র আবেগে;
তোমার চঞ্চলতা অনুভব করেছি
হৃদয়ে,
বসন্ত; রূপসী কন্যার সাজে
যেন লজ্জশীলা সুকুমারী তুমি।
বারে বারে পড়েছি প্রেমে
তোমার রূপ সাজ রাঙিমায়,
মুগ্ধ হয়ে।
বর্ষার শীতল সলিলো ফোঁটায়
তোমার সুকোমল স্পর্শে আমি উতলা-!
কে গো অনামিকা অরূপা প্রেমিকা মোর-
ভালোবাসো কি না জানি আমি।
তোমার রূপতনু নিকটে আমি
হয়তো তৃনহীন সম।
তবু নিয়ত মধ্যরাত্রির ক্ষনে
কল্পনার বীজ বপন করি;
তোমর অবয়ব নির্মানে।
প্রকৃত রূপ খোজার সন্ধান হোক শেষ,
দীর্ঘ অন্বেষন শেষে-
কাছে টেনে লও আমারে।