প্রতিদিন হারিয়ে যাচ্ছে-
কেউ কেউ কারো কারো থেকে
কারো বুকে লিখে দিচ্ছে বিরহে,
যন্ত্রনার অমর স্মৃতিতে-!


কারো বুক বিরহের আঁখিজলে
ধীরে ধীরে অশ্রূপাহাড় গড়ছে।
কেউ বিচ্ছেদ বেদনাতে,
ধুকে ধুকে ক্ষয়ে মরছে।


কারো ভালোবাসা বহুপথ ঘুরে
এখন বহুদূরে হারিয়ে গিয়েছে ,
ক্রন্দনে দিন কাটছে।
কারো বুকে দুঃখের জোয়ারে
সুখের ভাটায় মরূভূমি গড়ছে।


কেউ সীমান্তে প্রহরির বেসে
তার প্রিয়ার বিরহে কাঁদছে।
প্রতিদিন তবু কেউ প্রেমে পড়ছে
ভালোবাসা শেষে বিরহ কষ্ট বইছে।


কেউ বহুদিন কাউকে হারিয়ে
নিয়তির কাছে পথ চেয়ে বসে।
কারো বিনিদ্র রাত্রিতে ঘুম ভেঙ্গে
কেঁদে কেঁদে স্মৃতি মনে পড়ছে।


কেউ খুব ভালোবেসে ধোঁকা খেয়ে
উন্মাদ হয়ে পাগলের মতো ঘুরছে।
কেউ ধু ধু নিরালা দুপুরে রক্তকালিতে
কঠোর যন্ত্রনার কথা কষ্ট কলমে লিখছে।


প্রতিদিন তবু কেউ কেউ ভালবাসছে-
এমনি করেই নিয়ত কেউ কারো হাত ছাড়ছে।


কারো পড়ছে না মনে তাকে
তবু কেউ অশ্রু ঝরিয়ে যাচ্ছে,
কেউ তাচ্ছিল্য করে করে
কাউকে দূরে সরিয়ে দিচ্ছে।


তবু প্রতিদিন এমনি করেই
কেউ কাউকে ভালোবাসছে।