---------তোমার প্রেম ছিল----------
                   ---অসীম ঘোষাল


তুমি আমায় ভালোবাসতে বুঝি-
নদীজলে ঝিলমিল সোনালী গোধূলির
প্রতিবিম্বের থেকেও ঘন হৃদ্যতায়।
পড়ন্ত বিকেলে ধবল বক মাছরাঙার
শেষ শিকারের আনন্দের চেয়েও হরষে-
তুমি আমায় চেয়ে থাকতে বুঝি,
গৃহগোধিকার তন্ময় নয়নে-
ভোর শিশিরের নিরবতায়,
দিনের আলোয় পেঁচকার হৃদয়ের মতো।
তুমি লজ্জা পেতে বুঝি প্রেমালাপে,
বাগিচার লজ্জাবতি শাখের চেয়েও নম্র-
বাসর রাতে প্রেমারম্ভে পতির প্রথম কথনের
ক্ষনটির চেয়েও গাঢ় লজ্জাশীল।
তোমার রাগ হলে বুঝি,
নীলকান্তটির থেকেও ঢের গুম হয়ে থাকতে
সজনার শ্যামলি পল্লব তলে-
পালহীন বাবুয়ের একাকি মনের
চিক চিক শব্দে; উঠোনের চত্বরে
ভাতশালিকের ন্যয় রেগে জেতে ।
তোমার অভিমান হত বুঝি,
আহার বিরত শীতঘুম ব্যাঙটির চেয়ে দামি-
নির্জন অভূক্ত পথিকের অসহায়তার
আঁখিজলের শেষ বিন্দুটির চেয়েও নিরব।
আমার দীর্ঘ অগোচর হলে বুঝি,
ফাল্গুন দুপুরের যুবতি কোকিল বধূটির
বিচলিত চিত্তের থেকে অনুরাগে-
জবাকুসুম রাঙিমায় চোখ তুলে
সঙ্গহীনা টিয়ার থেকে গভির অস্থিরতায়।
তোমার প্রেম ছিল বুঝি-
সন্ধ্যা শেওলাজলে করাল করালির চেয়ে মিষ্টি,
দুষ্মন্তের শকুন্তলার হৃদয়ের চেয়ে গাঢ়।