বাসন্তিকা সূর্যের মন চকিতে উতলা করেছে দিয়েছে ,
সে তখন সাত সকালে আকাশির শরীরে আবীর ছড়ায় ।
তাই দেখে সাগরিকার হৃদয়ে ছড়িয়ে পড়ে রক্তিমতা ।
বালুকাতীরে ঊর্মিমালায় প্রকাশ করে তার চঞ্চলতা ।
সিক্ত বালুকণা নিজেকে অবগত করে আমিই আদি প্রেমিক।


ঠায় দাঁড়িয়ে খোঁজে অবগুণ্ঠিতা নীল সাগরে ওই বুঝি আসে,
সাদা পালে বলিষ্ঠ হাতে হাল বেয়ে কাল মানিক প্রেমিক ।
সময় অপেক্ষা করেনা বেলা বয়ে যায় তবু সে আসেনা ।
দিন বুঝি বৃথা যায় চোখের জল কেন নোনা সে জানেনা?
কে যেন চমকে দেয় 'বউ কথা কও' হয়তো সে নয়তো...