দেয়ালটাকে ভাঙতেই হবে।
একলা না পারি আরও কেউ কেউ আসবে।
আমারই মতন স্বপ্নের কারিগর যারা।
যারা নিজের অর্জিত অহঙ্কারে
সফলতার একটা নতুন ভোর দেখতে চেয়েছিল।
তারা অবশ্যই আসবে
মিথ্যের ঘেরাটোপে আর থাকতে চাইনা।
আমার আকাশ যে নীল,
সকলের রক্ত যে লাল
সারে সারে উন্মুখ সূর্যমুখীরা
অপেক্ষা করছে সকালের রোদ্দুরের জন্য।
তাদের অন্ধকারে চলে যেতে হবে কেন?
সব্বাই কে জানিয়ে দিতে চাই চিৎকার করে।
আমার আকাশ নীল
সবার রক্ত লাল।
নিতান্ত দলদাসের মতন বলবনা
আপনি যা বলবেন সেটাই সঠিক  মহামান্য...


আমাকে বা আমাদের একদিন থামিয়ে দেওয়া যাবে;
পরের দিন তারপরের দিন পরের পরের দিন...
আর পারবেনা ...
আমরা তখন একে একে অসংখ্য ...
সবার চিৎকারের ঐক্যতানে সমুদ্র হবে কল্লোলিত
বাঁধ ভেঙে যাবে, নদীর দুকুল হবে প্লাবিত
অচল অনড় পাহাড় ও আমাদের সাথে পথ হাঁটবে।
সেইদিন কাঁচের তৈরি স্বর্গ ভেঙে চুরমার হয়ে যাবে।
আপনি, মহামান্য তৈরি থাকবেন।
সেইদিন কিন্তু আর বেশি দেরি নেই।