এক একটা ঋতু এক এক ভাবে সম্মুখে আসে
     ওদের সাদরে কাছ থেকে দেখি ।
ঋতুরা নিজের বৈশিষ্টে অতুলনীয় আর রহস্যময়ী।
গরমে যেমন একটু ছায়া খুঁজি সাথে ঠান্ডা শরবত।
বর্ষায় খিচুরির সাথে থাকুক রুপালি ইলিশ ভাজা ।
শরতে কাশের দোলার সাথে মায়ের আগমনী গান;
শীতের মুখে মনে গুনগুন নলেন গুড় আর পিঠে পুলি ,
বসন্তে কুহুর ডাক সাথে মিছিল সবুজের অভিযান .
         দারুন দারুন অভিনব আমায় নতুন করে ;
শুধু বরণ করি একান্ত আপন করে এক ছেড়ে অন্যকে
       যখন ফিরে যায়, বলি আবার এস ফিরে ।