চলে
যাব দূরে
হয়তো মনে মনে
ঘুমের ভিতর স্বপ্ন বুনে
সব চেনা অচেনা চোখে মুখে;
একটু একটু করে রঙ খুঁজে নেব।
দেখা নাদেখার মুখের ভাষা শিখে নেব।
মাথা উঁচু করে বলব চলে এসেছি দুয়ারে।
ফিরাওনা শুন্য হাতে শুকনো মুখে পাখীর নীড়ে।
সামান্যই চাই এই শরীরে প্রাণ শক্তি আরো কিছুটা দিন।
আবার ফিরে আসব গাইব মেঠো সুরে সুরে ঘুম ভাঙ্গানিয়া গান।