আজ প্রজাপতি মন
ওড়ে যখন তখন
গল্প আর গান
আর কি চান?


রোদ গলে পড়ছে
মা মাটি মাখছে
চট পট শুকাচ্ছে
আর কি কি হচ্ছে?


মহালয়া খুব কাছে
মহড়ায় গান বাজে
কেউ কেউ বলছে
মহামায়া জাগছে ?


বেড়ে গেছে অসুর
দিনে দিনে দাম দর
কাটে পকেট জনতার
লাভে লোভে দিন কার?

তবু মনে আনন্দ
পুজো পুজো গন্ধ
নতুন এক ছন্দ
আছে নাকি সন্ধ?


কেউ বাড়ি ফিরছে
কেউ রাত জাগছে
পদ্ম শিউলি ফুটছে
পাড়া সব মাতছে।


তুমি আমি কচিকাঁচা
হাসি খুশি নাচি নাচা
এভাবেই হোক বাঁচা
খুলে দিই মন খাঁচা।