তৃষিত চোখ দেখবার সাহস তোমার নেই।
তাইতো এক ফোটা বৃষ্টি হতে পারনি।


পারনি তরু তমালের সবুজ স্নিগ্ধ ছায়া চিনতে
তাইতো চলে গেলে মরুদ্যানের মরুপ্রান্তে।


মরুপ্রান্তে যেতে দুচোখে দেখেছিলে মরীচিকা
তাইতো তুমি ছুটে গেলে সেখানে গভীর সিনানে।


সিনান সত্যি হয়েছিল নিয়ন আলোর জ্যোৎস্নায়
তাইতো সেই নিমেষে পরিচিত, অপরিচিত আগন্তুক।


আগন্তুক নই বনবিথির সবুজে ছিল ছোট্ট কুঁড়েঘর
ফাগুনে মলয় দহনে বৃষ্টি হয়ে ঝড়ে যেতাম।
শরতে দুজনে শিশির ভেজা শিউলি কুড়াতাম।
ভাঙাঘরে না হয় চাঁদের লুকোচুরি থাকত।
মাকালের ভেল্কিতে সবটায় যে হারিয়ে ফেললে।