তোমার কি সত্যিই আর কিছু মনে পড়েনা ।
      নাকি মনে করতে চাওনা !
বালুকা রাশিতে যে ঘর বানালাম
সাগরের ঢেউ এসে সব ভেঙে দিল
কান্নাগুলো এই এই বুকে আশ্রয় নেয় ।
দেখলাম চার হাতের বানানো ঘর
          নিমেষে নিশ্চিন্হ ;
যুথবদ্ধ অবস্থায় আবার দেখি কল্পনার ঘর।


কল্পনার ঘর সত্যিই একদিন তৈরী হলো ।
       সেদিন তুমি আর এলেনা !
হীরক খচিত হাত ধরেছ লাস্যময়ী
কাজলা চোখ হীরকদ্যুতির চমক  
যৌবন তরঙ্গে হৃদয় বিদীর্ণ শব্দ ।
মনে পড়লনা সেদিনের সেই শপথ  
             নিমেষে নিশ্চিন্হ ;    
সবুজ হারানো বুকে এখন তপ্তবালুকা রাশি ।