আলোর পথ খুঁজতে খুঁজতে
একদিন আমি ও আলোকোজ্জ্বল মিছিলে হাজির।
বিস্ময়ে হতবাক এক্কেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়া।
এমনি একটা মঞ্চ আমি হয়তো খুঁজছিলাম।
শয়নে স্বপনে একান্ত ভাবনায়।
কে বা কারা যেন অনেক আগেই
এই মহৎ ভাবনা ভেবে রেখেছিল।
পরে সবটা জেনেছি তাহাঁদের জন্য রইলো
একরাশ অনাবিল আনন্দ উচ্ছাসের নির্মল নৈবেদ্য।

দেখি, নানান দেশের নানান কবির মিলনমেলা এখানে।
নালার জল যেমন মহাসাগরে নিজেকে হারিয়ে ফেলে।
আমার ও ঠিক তেমনই অবস্থা।
অপূর্ব এক দেয়ালে আখর কেটে
সবাই সবার খেয়ালে আঁকা বাঁকা আলে
দিন রাত চব্বিশ প্রহরে আড়ালে।
তুলে ধরছে নিজস্ব সৃষ্টির মহান ভাবনাকে ।
নানা রঙের কাব্য চিত্রের একটা বিশাল কোলাজ।


আমি ও নিজেকে মেলে ধরবার চেষ্টা করলাম।
দেখলাম আমার মতন বুনফুলে ভ্রমর আসছে...
সর্ব চিত্ত হরণ করা দিবাকরের মতন
আমাকে ও নিরন্তর কিরণ দিয়ে চলেছে সুত্রধর।
মনের দুয়ারের অন্ধকুপের দরজা
একটা একটা করে খুলে দিচ্ছে অকাতরে।
আমার ভিতরে কেমন
আত্ববিশ্বাসের সতেজ নিঃশ্বাস যুগিয়ে চলেছে।
সেই মহাসাগরে বিলীন হয়ে যাইনি
বরং নিজেকে মহানযজ্ঞে
আহুতি দেবার জন্য নিরবধি প্রস্তুতি নিচ্ছি।