জগত জুড়ে এতো আলো
তবু দেখি এ ও সেও খুঁজছে অন্ধকার।
কেননা অন্ধকারে ওরা তীর ছুঁড়বে
কারোর বুকে ফিনকি রক্ত ছোটাবে ।
তারপর তারা দুহাত তুলে উল্লাসেতে মাতবে।
অন্য কেউতো দুফোঁটা পানি ঢালবে।
আর্তনাদকারী বাঁচলেও বাঁচতে পারবে
আততায়ীরা দূর থেকে সব দেখবে,
আলো আঁধারের বিভেদ আনতে হয়তো ব্যর্থ হবে।
তখন আবার নোতুন করে জটিল অঙ্ক কষবে।


জানি, কেউতো আছে সঠিক চেতনায় থাকবে
ঘন আঁধার সরাতে সরাতে পথ চলবে ।
মোমের আলো জ্বেলে জ্বেলে মুক্তির পথ খুঁজবে।
মনের বিজলি বাতি জ্বালিয়ে ঈশ্বর তাঁর ভজবে।
একে একে সব আলো মশাল হয়ে উঠবে।
অন্ধকারের চক্রব্যুহ ভেঙে খানখান করবে।
দুর্নীতির দৌরাত্ম্য চাকা ক্লেদের কাদায় ডোবাবে ।


তারপর, আঁধার সরিয়ে আলোর সূর্য উঠবে।
পাখীর কাকলী সাথে নদীকল্লোল ছুটবে।
মানুষ আবার নোতুন জগত সাজাবে ।
আলো হাসি গানে সব্বাই পাশে পাশেই থাকবে।