আলোর মিছিল
- অসিত কুমার রায় (রক্তিম)
কাল থাকি না থাকি
কে কে কাল দেখেছে বল?
তার চেয়ে বরং সুরে সুর মিলিয়ে নেব;
সময়ের কাছে দুহাত পেতে কথা খুঁজে নেব;
আছি যতক্ষণ গানে গানে গলা মিলিয়ে নেব;
চল সকলে মিলি
নোতুন ভোরের নোতুন আলোর মিছিলে হাঁটি।


না পাওয়ার বেদনা সবার থাকে
তাই বলে থাকব কি হৃদয়ে আঁধার ভরে?
দেখছো কি জোনাকিরা ঝাউবনে
আলো জ্বেলে জ্বেলে পথ খুঁজে ফেরে।
ওদেরই মতন ঠিক পথ খুঁজে নেব;
চল সকলে মিলি
নোতুন ভোরের নোতুন আলোর  মিছিলে হাঁটি।


সত্যি করে বল দেখি, একদিনে কি!
টুপ টাপ জলের ফোটায় পাথর গিয়েছে ক্ষয়ে ক্ষয়ে।
দাবানল হয়ে জ্বলতে গেলে বেশ কিছু সময় লাগে
দীর্ঘ দিনের কঠিন আগুন ছুঁয়ে ছুঁয়ে।
ওদেরই মতন ঠিক পথ খুঁজে নেব;
চল সকলে মিলি
নোতুন ভোরের নোতুন আলোর  মিছিলে হাঁটি।




কবিতা যখন গান হয়ে ওঠে।