বলেছিলাম না আমি একদিন ফিরে আসব
কাকডাকা ভোরে যে ছেলেটা কাগজ দেয় বাড়ি বাড়ি।
নিশ্চিতভাবে নিয়মিত দোতলাতে ছুঁড়ে ফেলে,
তারপর পা রাখে সাইকেল প্যাডেলে।
আজ আমি ওর এক্কেবারে মুখোমুখি।


ও সাদা জ্যোৎস্নার মতন হাসি ছড়িয়ে বলল
কাল থেকে আমি এই কাজটা করবনা।
আগামী কাল আমি আমার যোগ্য কাজে যোগ দেব।
যে কাজ আমার চুরি হয়েছিল, সেই কাজ।
সহজে কি মেলে? সে অনেক লড়াই...
পরে বলব। আজ আসি...


যারা বলেছিল তালা খুলে দেবে
যারা বলেছিল নতুন দিন এনে দেবে
যারা বলেছিল একবার পাল্টে দিয়ে দেখুন।
ওদের মুখোশ এখন খসে খসে পড়ছে।
ওদের মিথ্যা কৌশল সব ধরা পড়ছে।
ভালো কথা, এতদিন তুমি কোথায় ছিলে?
পরে শুনবো ... আজ আর সময় নেই।


ওর চলে যাওয়া পথে চেয়ে আছি বেশ কিছুক্ষন
        আমার আর বলা হলনা
ভোরের পাখী কেন নরম রোদ্দুর আনতে চেয়েছিল।