যখন আর কিচ্ছু ভালো লাগেনা
তখন তুমি আসো,
পাখীর চোখে আমার দিকে চেয়ে থাকো
দৃষ্টি দিয়ে অন্তর নিরীক্ষণ করে নাও
আমি তখন ঠিক যেন এক্সরে প্লেটের মতন।
তোমার হাতের আংটি পড়া আঙুলগুলো
আমার হৃদয় পিয়ানোর সুর তুলতে যায়
তুমি পড়ে নিচ্ছ বুঝে নিচ্ছ স্বরলিপির মাত্রা
আমার মনের যত আঁকিবুঁকি যন্ত্রণা।


বুকের ভিতর শুখা নদীটা উথলে উঠলো জলে
পায়ের পাতা ভিজিয়ে যাচ্ছে
সরে যাচ্ছে ধুয়ে যাচ্ছে
যত ঝরাপাতার কান্না।
প্রতি গাছের কোরকে কোরকে সবুজের জেগে ওঠা,
মাথার চুলে তোমার কোমল হাতের স্পর্শ
ঘুম আসে রূপকথা আবেশে
এক নিমেষে পালক হৃদয় তোমার হাতে বন্দী;
আমি বোধহয় তোমার কোলে মাথা রেখেছি।