সমুদ্র উত্তাল আমার হৃদয়
শঙ্খচিল ডানায় সেথায় উড়ে যেতে চাই ।
এই দুরন্ত দুরত্ব শৃঙ্খল ভেঙে দাও।
ইট কাঠ পাথরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই।
আমায় নেবে কি? সত্যিই নেবে কি আমায়।
আমি তোমাদের কাছে পাশে থাকতে চাই।


ওই যেখানে বেঁচে থাকা যাই
অফুরান ভালবাসার খড়কুটোয়।
যেখানে কুড়িয়ে নেওয়া হয়,শিউলি বকুল
আর শাল মুহুলের সুবাস বাতাসে মিশে রয়।
ঝুমুর টুসু ভাটিয়ালি গান বাউল গেয়ে যায়;
ঘামের গন্ধ মিশে থাকে গল্প কবিতায়।
আমি বারবার ঐখানে যেতে চাই।
জীবন জাগার মন্ত্রে যারা দিনরাত্রি করে লড়াই।
তাঁহাদের দীর্ঘ বঞ্চনার ভাষা মেলে ধরতে চাই।
আমায় নেবে কি? সত্যিই নেবে কি আমায়।
আমি তোমাদের কাছে পাশে থাকতে চাই।


হোকনা সে ঐতিহাসিক মুর্শিদাবাদ
বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার প্রান্তিক সীমানায়।
শুষ্ক লালমাটির ছাতিম ছত্রছায়ায়
দিঘার চিকচিক বালুতট বা কনটাই।
আমি তোমাদের সাথে এক পদ্মপাতায়
লাল চালের ভাতের স্বাদে ফুরিয়ে যেতে চাই।
আমায় নেবে কি? সত্যিই নেবে কি আমায়।
আমি তোমাদের কাছে পাশে থাকতে চাই।