ভাই উড়িষ্যা থেকে বাগানের আমের ছবি পাঠায়


আগ্রহে সে পার্সেল করতে চায় আমার ঠিকানায়।



বন্ধু বোন সবাই বলে চলে এসো আম খেতে ইচ্ছে হয়


আমি যাইনা, সাধ্যে আর সাধ্যের শুধু দুরত্ব বেড়ে যায়।



আমের কত নাম ঠিক যেন   শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম


বলতে শুনতে দেখতে খেতে মন ভরে যায় নেই তার বদনাম।



সুনামির ঝড়ে সেদিন পাশের বাড়ির আম গাছটা গিয়েছিল উপড়ে


আমের সময় এলে মুকুল থেকে আম হওয়ার ছবিটা চোখে পড়ে।



আম বাড়িতে এলে আমার মায়ের কাজের বহর যেত বেড়ে


সবার খাবার পাতে সাজিয়ে দিত কেটে কুটে অতি যত্ন করে।



হোম মিনিস্টারের কথায় আমার খাদ্যতালিকায় আমের আসা বারণ


ডাক্তারবাবু বলেছেন কি আর হবে খেতে দেবেন যেমন চায় মন।



আম এসেছে বাজার জুড়ে নানান দামের নানান রূপের বাহার


ঝুরি ভরা আম মনে খুশি আমার , পাঠালো কে নাম জানিনা তাহার?