আপনারে প্রকাশ করে যেমন দিন রাত
নদীর ধারা যেমন বলে দেয় সে বেগবতী
গাছের পাতা ফুল ফলে দেয় পরিচয়
যদি সঠিক পরিচয় দিই হয়ে যায় দোষী ।


লালন বলেন ' আপনারে আপনি চিনে নে '
রবি বলেন 'আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া'
নজরুল বলেন ' দূর দ্বিপ্রবাসিনী চিনি তোমারে চিনি
আমি আমার প্রকাশে হয়ে গেছি আজ দোষী ।


এ পৃথিবীও আমার, আছে অধিকার বাঁচার
যোগ্যতায় কারোর চেয়ে কিছু কম নয়তো ।
তবু তর্জনীতে প্রশ্ন ? খর্ব করতে চায় অধিকার
আমিতো আমার মতো সত্য পরিচয়ে অনড় ।