দিগন্ত হতে হারিয়ে যাবার ডাক এসেছে
হটাত বাউন্ডুলে এক ঝড় শুনিয়ে গেছে ;
জলজ সাত সমুদ্দুরের ঘুম ভাঙানি গান
শিশির সিক্ত কচি কিশলয়ের অন্তর আহ্বান ।
ভিজতে হবে শ্রাবনী পূর্নিমার ভরা জোত্স্নায়
এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারা যাই ।


যেখানে আছি এদেশের আশ্চর্য রুপকথা
কেউ কারোর জন্য নেই অন্যের মাথাব্যথা ।
দিব্যি আছে নিজের মতো খায় দায় ঘুমায়
পোশাক প্রসাধনীতে সমানতালে সমানধারায় ।
আমি যাবই,পড়ে থাকবে খোলসের মৃতকোষ
মায়া-মুকুরে ঝাপসা হবে যত স্তুপিকৃত রোষ ।