কে বলেছে হারিয়ে গেছি
              আবার আসছি ফিরে
নগরে বন্দরে জীবনের পথে প্রান্তরে
               মেঘ বৃষ্টি আর রোদ্দুরে।
কালো মেঘে ঢেকেছে আকাশ
               তাই কি সূর্য গেছে ফিরে।
কখনোই না কোনদিনই না
               আমরা আসছি ফিরে।


এ নদীর জল যাবে মোহানায়
          উৎসে কি সে যাবে ফিরে?
আমাদের এই মুঠিতে আমাদেরই সব স্বপ্ন
          একে একে ফিরিয়ে আনবো ঘরে।
তাই জাগে জনগণ কোটি কলতান
     শপথ নিয়েছি কঠিন আগুন ঘিরে।


ওদের চিনেছি ওরা'তো বন্ধু নয়
         দিশাহারা রাতে আলোটুকু নেয় কেড়ে।
সুযোগটা বুঝে ঝড় বাদলে
         দিশাহারা রাতে কখন গিয়েছে ছেড়ে।
        
আজ শাখায় শাখায় নতুন পাতারা জাগছে
        হাতে হাতে বৃত্তটা বড় করে।
ভেঙে পড়ছে মিথ্যা বলার অহংকার
        আমাদেরই আনা বৈশাখী এক ঝড়ে
তাই জাগে জনগণ কোটি কলতান
     শপথ নিয়েছি কঠিন আগুন ঘিরে।