জীবনের ছন্দে                চলি'যে আনন্দে
           হাসি আর কান্নায় যাচ্ছে মিশে।
আমি আছি এপারে           তুমি আছো ওপারে
         মাঝেখানে নৌকাটা যাচ্ছে ভেসে।


জীবনকে জানছি              মানুষকে চিনছি
          সময়ের হাত ধরে রাস্তায় বসে।
আসলটা খুঁজছি                নকলটা পাচ্ছি
           হীরেটা কি পাবো পথের শেষে।


জীবনটা কঠিন                আমি যে অর্বাচীন  
           সুখে আর দুঃখে শুধু কান্না ঝরে।
কান্নাটা কেউ চেওনা         তাঁর ভাগ দেবনা
           ওটাই তো মুঠোতে আসল হীরে।



* আমি কৃতজ্ঞ কবি সুমিত্র দত্ত রায়ের কবিতা " ঘাটের কথা '' অনুসরন করে আমার আজকের কবিতা অনুপ্রানিত।   সেই কবিকে আমার কবিতা উৎসর্গ করছি।