পিঠে রোদ্দুর মেখে বড়িগুলো
চলে গেছে আধারের বুক চিরে।
সদ্য বিধবা হওয়া নববধু মেয়ে
একাদশীর চাঁদ দেখে মুখ ফিরিয়ে নেয়।
দূরে নারিকেল গাছের পাতায়
চকিত বাতাসে হস্তির উন্মাদনা।
বুকের হু হু হাহাকারে চোখের প্রান্তে
রুপালী রেখার নদী উদ্ভাসিত।
এমন শূন্যতায় চন্দ্রালোকিত হতে নেয়,
শরীর হৃদয় সব পুড়ে ছারখার হয়।
মন খুঁজতে থাকে আঁধারের বাসর
আর একমন বলে শরীরে এখন
ফসলের গান।  
আনন্দ করো মেয়ে আলপনা দাও
উৎসব শুরু এই আসন্ন নবান্নে।