একদিন একা একা আনমনে সাগর পিছনে রেখে
পাঁচিলে বসে কি ভাবছিলে! ভবিষ্যৎ?
নাকি ফেলে আসা দিনের ইতিবৃত্ত।
সবটা মনে আছে মনে থাকার কথা নয়
তবু যতটুকু আছে বলে ফেলো, দেখবে হয়ে গেছে
মহাভারতের মতন মহাকাব্য "অথ কবিতা কথা"।
হয়তো তোমার জীবনে দেখেছ চরম স্বার্থপরতা ।
অনেক দুর্দশা দেখে ও কাছের মানুষ নিরব থেকেছে।
প্রয়োজন ফুরিয়ে গেছে বলে বাসী মালা ভেবে
আস্তাকুড়ে ফেলে দেয় ঠিক তেমনি।
এখন হয়তো সে এক মস্ত মহীরুহ...
দেখেছ তোমার প্রতি একপেশে মানসিকতায়
ধীরে ধীরে কেউ কেউ বড় হয়ে উঠেছে।
অনেকটা আকাশের মতন অহংকারী হয়ে।


তোমার ছায়ায় মায়ায় অনেকের পৃথিবী পুষ্ট করেছো।
তারা এখন রীতিমত ফুলে ফলে সুসজ্জিত।
তবু কেমন তারা স্বার্থপর আর অকৃতজ্ঞের মতন
পাশ কাটিয়ে সুদূরে যায় চলে, একা একা বাঁচবে বলে।
কেউ কেউ এখনও একসাথে আশ্রয়ে রয়ে গেছে
তারা গোলাপ হয়ে কোনদিনই ফুটতে চায়নি ।
তবে হ্যাঁ, বুনফুল হয়ে আজো রয়ে গেছে;
যদি কিছু সবুজ ক্লোরোফিল অক্সিজেন
তোমায় দিতে বা নিতে পারে।
ভালো থেকো, সুস্থ থেকো দেখা হবে...