শ্রাবণ এলেই তোমার জন্যে কেমন করে মন
গান কবিতায় বৃষ্টি ঝরায় খুঁজি তোমায় অনুক্ষন।


আজ মেঘেদের পাড়ায় পাড়ায় বৃষ্টির আনাগোনা
আজ বুঝি বাইশে শ্রাবণ সে ভুলেছিল ঠিকানা।


আজ রবির জন্য রবির মন খারাপের লুকোচুরি
বাইশে শ্রাবণ বাদল বাতাসে গান শোনায় তাহারি।


বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাবুই পাখীর বাসায়
বাইশে শ্রাবণ আপন মনে তাঁর বাঁশিটি বাজায়।


দুলে দুলে বালিকা পড়ে জল পড়ে পাতা নড়ে
বাইশে শ্রাবণ জ্বালে লণ্ঠন তাহারি মুখ ঘুরে ফিরে।


দিন গেছে দিনের মতন আশঙ্কাতে রাত্রি গহীন
ভরসা দেয় বাইশে শ্রাবণ জীবন মরণ সত্য ভীষণ।


মম চিত্তে বাইশে শ্রাবণ পাল তুলে ধায় সাগর
উজল চোখে ছবির রবি বলে জীবন কি সুন্দর।