আলোর পথযাত্রী যারা আসবে সবাই তারা।
বাংলা-কবিতা আসর ঢাকায় বসবে আবার।


বহুদিনের পর আজ খুলেছে দখিন দুয়ার
আলো ঝরে ঝরে পড়ে হাজার হাজার তারার।
বলছে সবাই ভালো আছি, ভালো থেকো,
হবে প্রাণের ভাষার বিনিময় এটাই জবর খবর।


দীর্ঘশ্বাসের পরে ফুটেছে আশার আলো
সরে গেছে সব যত অমানিশার কালো।


দোয়েলের শিষ প্রাণখোলা
ধানসিঁড়ির ফসলের দোলা
খুশির ঝিলিক মেঘনার জলে
মুক্তির হাসি পলাশের ডালে।


ওরা ডাক দিয়ে যায় সবাই মিলে
বলে আয় চলে আয় আয় চলে।
আমার শহরে বহুদিন পরে
মধুর ভাষার এমন আসরে;
যোগ দিবি যদি সবাই
আয় চলে আয় আয় চলে।