অচেনা তীক্ষ্ণ সুর কানে বাজছে;
এদিক ওদিক চেয়ে দেখি কেউ নেই।
শব্দ লক্ষ্য করে নজর কেড়ে নেয়,
উঁচু গাছের ভাঙা ডালের
প্রান্তের এক উদভ্রান্ত কাঠবিড়ালি।
সে পড়ে কি মরে ভাবখানা তার এমনই।
তারস্বরে সে বার্তা পাঠায়
উলটো দিকের ইউক্যালিপটাস গাছ
লক্ষ করে।
বার্তা ফিরে আসতে থাকে
যেন একই শব্দের প্রতিধ্বনি।
ঠিক আমি যেমন বার্তা পাঠিয়ে
অপেক্ষা করতে থাকি।
প্রত্যুত্তরে বার্তা
না পেলে হই যেমন চঞ্চলিত।


কিছুক্ষনেই দেখি স্বর পাল্টে গেছে  ওদের।  
তীক্ষ্ণতা কমে আসে, শুনি মধুর তান।
বুঝতে পারি সঙ্গীর দেখা পেয়েছে।
আমিও পেয়েছি
তোমার আকুলিবিকুলি সেই বার্তা;
ফিরে আসছি আকাশপথে তারাদের
হাত ধরে ধরে গভীর নিশিথরাতে।