এখন আর হারিয়ে যেতে ইচ্ছা করেনা।
এখন ইচ্ছা করে সামনের
উঁচু ঝাউগুলোর বয়স অনুমান করতে ।
এখন দূর থেকে দেখে অনুভব করি
      মানুষগুলো কত ছোট্ট,
গাড়িগুলো এঁকেবেঁকে পাহাড়ের সর্পিল রাস্তায়,
এই হারায় এই খুঁজে পাই ।
তারপর আর দেখা মেলেনা ।
একদিন এইরকম অজানা জল জঙ্গল পাহাড়ী
পথে ইচ্ছা করে হারিয়ে গেছিলাম ।
সকাল গড়িয়ে সন্ধ্যে, সন্ধ্যে ঘনিয়ে রাত্রী ,
       গভীর রাত শেষ করে
সকাল হয়ে তুমি ঠায় দাড়িয়ে ছিলে ।
ঠিক ফিরে এসব এই অমোঘ  দৃঢ় প্রতয়ে ।
কখনো আমি কখনো তুমি হারানোর খেলা
খেলতে খেলতে আর মিলতে পারলাম না ।
হটাত পাহাড়ের ওপারে শুরু
       ঘন ঘন বারুদ বৃষ্টি ।
আওয়াজ সারা পাহাড় প্রতিধ্বনি ছড়ায়।
   রাতে যুক্ত হলো মশাল আলো
আর উল্লাসের ঘনঘন মহড়া ।
আজ কি তবে পৃথিবীর শেষ দিন ।
    কাল সকালে সূর্য কি উঠবেনা ?
ভোরের শিশির মাখবেনা দীর্ঘকায় ঝাউগুলো
বেনজির সকালে পাখিরাও ডেকে ওঠেনি ।
শ্মশানের নিরবতায় ডুকরে কেঁদে উঠে
  চুপ করে এক পাহাড়ী কুকুরের বাচ্চা।
হয়তো সারারাত ধরে আমার মত খুঁজেছে ;

অনেকদিন হল এখন হারিয়ে যেতে ভয় করে ।
কি জানি হয়তো নিজেকে হারিয়ে ফেলব
                জীবনের বিনিময়ে