একটু একটু করে পাড় ভাঙছে ঢেউ।
ভাঙতে থাকো ভাঙতে থাকো
ভাঙতে ভাঙতে সব সমান করে দাও।
একটু একটু করে বাতাস তুলছে ঝড়।
ভাঙতে থাকো ভাঙতে থাকো।
ভাঙতে ভাঙতে মাঠ ময়দান সমান করে দাও।
একটু একটু করে সাগর উথাল পাথাল
পাহাড় চূড়ায় ঝাপটা শুধু মারছে
ধীরে ধীরে পাহাড় ভেঙে পড়ছে।
একটু একটু করে অন্ধকারে আলো ছড়িয়ে পড়ছে।
নিশাচরদের চোখ বিবর খুঁজে ফিরছে।
একটু একটু করে সময় বুকে হাতুরি পেটাচ্ছে
আঁধারের ঘুম সরিয়ে অধিকার পেতে চাইছে।
সুজনেরা আজ পাশাপাশি হাত ধরে পথ হাঁটছে।
একটু একটু করে ফসলেরা মাথা দোলায়।
ওরাই এসে রাত্রি জেগে প্রভাত ফেরির গান শুনিয়ে যায়।