বেশ কিছু বিবেকহীন মানুষ খোঁয়াড়ে
তারা একত্রে গভীর ষড়যন্ত্রে ব্যস্ত।
মানুষ এখন নিজের হাত নিজে কামড়ায়
প্রতিনিয়ত কপাল কে দেয় দোষ।
তিনি বলেছিলেন 'জীব সেবায় শিব সেবা'
বর্তমানে ঠিক উল্টোটায় হয়ে চলেছে।
বলেছিলেন 'উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও'
এমন হলেই যে বিপদ, তুমি যে দেশদ্রোহী।
স্বপ্ন নিয়ে বাঁচার কথা অহরহ ভেবে চলেছি
স্বপ্ন পুড়িয়ে চিতায়,আঁধার ঘরে ফিরেছি।


তবু তুমি জাগ্রত থাকো আমার হৃদয় পিঞ্জরে
যতদিন না ফুল ফোটে ঝরবে আগুন দুচোখ জুড়ে।