বিজয়
দিয়েছে অধিকার মাথা উঁচু করে বাঁচবার
বিজয়
রেখেছে হৃদয়ে আগুন আঁধারে আলো দেখবার
বিজয়
বাঁচিয়ে রেখেছে স্বপ্ন শত্রুর সাথে লড়বার
বিজয়
শিরদাঁড়া টানটান তোমার আমার একতার।


বিজয়ের হাসি
লেগে আছে সবুজ পতকা রক্তিম সূর্যে
বিজয়ের খুশি
মিশে গেছে প্রতি ধানের প্রতিটি বীজে
বিজয়ে মুক্তি
আমার মায়ের দাসত্ব শিকল গেছে টুটে
বিজয়ে শান্তি
শহীদ সম্মানে জমেছি সবাই সেই ভিটে।