কোথায় সেই জলভরা মেঘ
       যে হয়ে যেতে পারে অঝোর বৃষ্টিধারা।
কোথায় সেই কালো মেয়ে
        যার মিষ্টি সুবাস মেঘ-মল্লার সুরে ভরা।


পাখীরা সব উদাস চোখে আকাশ পানে চায়
ধূপছায়া রঙ শাড়ি পড়া, সেই মেয়েটা কোথায়?
ঘোমটা মাথায় থাক বা না থাক সবাই তাকে চেনে
বিদ্যুৎ-বানী বলে দেবেই, মেঘলা মেয়ে এসেছে ওই।


শুষ্ক মাটি তুষ্ট হয়ে এঁকে যায় জীবনের যত আল্পনা
উতলা মন খুঁজে ফেরে প্রিয়া, অভিমানে যে আনমনা।


বৃষ্টি পড়ে গাছের পাতায় বৃষ্টি নাচে পাহাড় চুড়ায়
বৃষ্টি মেয়ে নূপুর বাজায়, সেই তালেতে নদী নাচায়।
হাজার হাজার স্বপ্ন তখন, তাকে ঘিরেই আত্মমগন
মিষ্টি মেয়ে বৃষ্টি এখন সৃষ্টি নেশায় যায় মোহানায়