কাল যখন সবার সম্মুখে হাজির করতে চলেছি
বুকের ভিতর কে যেন অনবরত হাতুড়ি পেটায়
গলায় যেন একরাশ তপ্ত বালুকারাশির ঝড়
একটা মরুনদী ক্রমশ ঠেলে দেয় তৃষ্ণার গভীরে
বুঝেছি তোমাকে প্রকাশ করার সময় আসন্ন
পিস্তলে চাপ দিতেই গরম সীসার গুলি ছুটে গেল
একে একে প্রতি শ্রোতার কর্ণকুহর থেকে হৃদয়ে
প্রতিবর্ণে প্রতিশব্দে ওরা শিহরিত রোমাঞ্চিত
একসময় অন্তিমপর্ব আসে একটা শুরুর শেষ ।


এখন আর কোনও তৃষ্ণা নেই, নেই উচাটন
শান্ত এক মুক্তসলীলা রূপোলি ধারায় বাহিত
তবু ও যেন একরাশ মন খারাপের ধুসর আকাশ
বৃষ্টি হবে মুশলধারে একটা বানভাসির অপেক্ষায়
কাল থেকে থাকবে স্মরণে যখন তখন আসবেনা
রিক্ত মঞ্চে প্রদীপ জ্বলছে প্রতিমা হয়েছে বিসর্জন
পূর্ণ করে চলে গেছ তবুও যেন আহ্বান অপূর্ণতার
শুধু নেই নেই কোথাও নেই এক বুক রিক্ততা
এতটা শূন্যতায় রেখে কেন চলে গেলে অন্তরীক্ষে ।