বিশ্বাস ঘাতকেরা ইতিহাস থেকে উঠে আসছে
নিজেদের স্বার্থ সিদ্ধি করতে।
শীতের কাঁথায় একটু একটু ঢুকে পড়ে
ওমের পরিমণ্ডলে নিজেকে থিতু করে;
আত্মীয়তার মিথ্যা বন্ধনে হয় পূর্ণিমা চাঁদ।
তারপর...
একদিন দেখলাম পুরো কাঁথাটায় তাঁর দখলে।
রাস্তার বিপরীতে না দেখার ভানে হাঁটে...
সাধারণ দর্শকের ভুমিকায় অভিনয়ে ব্যস্ত
আশ্চর্য!  নাহ! এখন আর বিমর্ষ হইনা।
সেই চরম অভিনয়ে তাঁহাদের চোখে মুখে
দেখেছি। দুরন্ত অস্কার বিজেতার হাসি।


চোখের জলের কোন দোষ নেই।
ইতিহাসের সেই চরিত্রগুলো
সাজঘর থেকে একে একে ফিরে আসে
হয়  কিছু আবেগময় মুহূর্ত
আনন্দের সাথে দুঃখটাকেও দিয়ে যায়।
আমি কেন! অনেকই দারুন উপভোগ করে।
তবু বিশ্বাসকে আজো সাথী, ফিরে যেতে দিইনি;
বার বার স্বচ্ছ হৃদয়ে আবার এগিয়ে যাই।
ঠিক যেন চক্রাবত প্রকৃতির রঙ রূপ  
বসন্তের পর গ্রীষ্ম শীত এলেই পাতা ঝরা...
তারপর... আবার আগামী বসন্তের অপেক্ষা।