বন্ধু চল
এভাবেই বাঁচি আগামীর আরও কিছুকাল
এই সাদাসাদা চুলে লাগুক সূর্য সকাল।
বন্ধু চল
পথ চলতে যদি নিতে হয় লাঠি নিয়ে নেব
অবুঝ মনে সবুজ ঘাসে সাথী ঠিক খুঁজে পাবো ।
বন্ধু চল
এসে গেলে ঝড় হাতটাকে জোরে ধরে রাখিস
দেখলে আগুন আমি আছি ভয়কে সরিয়ে রাখিস।
বন্ধু চল
একসাথে আজ স্মৃতির বৃষ্টিতে খুব ভিজব
ভিজতে ভিজতে পাগলের মত হাহা হিহি হাসব।
বন্ধু চল
জল ছল ছল চোখে তাঁর কথা বুঝি খুব ভাবছিস
ভাবতে ভাবতে জানলাটা ধরে পাখীর উড়াল দেখছিস।
বন্ধু চল
আজ সেজে ফেলি সেদিনের সেই কিশোর কিশোরী
বাজাবো বাঁশি পায়েতে পরিস নূপুর হাতে কাঁচের চুরি।