মেয়ের মতন নদী নাকি নদীর মতন মেয়ে
সাঁঝ সকালে রাত্রি জুড়ে বলে যায় কত কথা
গল্প উপন্যাসে আর কবিতার ছত্রে ছত্রে।
শুরু থেকে শেষের গল্পে
নিভৃত উৎসের শৃঙ্খলিতা বন্দিনীর উপকথা
শুনতে শুনতে কখন যে
দ্বিপ্রহরের তপ্ত বালুকায় ডুবে গেছি কে জানে!...


মেয়ের মতন নদী নাকি নদীর মতন মেয়ে
তুমি পায়ে পায়ে জলনুপুরে
উঠে এলে যেন কতকালের চেনা
জলের ধারায় পানসি যেমন ভাসে
তেমনি করে ভাসিয়ে নিয়ে গেলে অতল গভীরে
তোমার চোখে তারার ঝিলিক দেখেছি
তখুনি জানি হারিয়ে যাওয়ার ডাক এসেছে খুব গোপনে...


মেয়ের মতন নদী নাকি নদীর মতন মেয়ে
জলমহলে ঝিনুকমালার কারুকাজে তুমি অপরূপা
ছুঁয়ে দেখার ইচ্ছা হোল ভীষণ রকমের
এ যেন শুধু মহাশুন্যে ভেসে বেড়ানো রূপকথা
বুদবুদের মতন সময় থমকে গেল নদীর পাড়ে
চেনা এক প্রেমিক নিমেষে হয়ে গেল ফেরারি নাবিক
আজো সে মুখ খুঁজি এই জন অরণ্যের ভিড়ে।