নতুন বছর দুয়ারে এলো।
শঙ্খ উলু ধূপ প্রদীপে বর্ষ বরন করে।
পিছন রয়েছে অতীত বছর অধোবদনে
তাঁর দিকে আর কেউ না ফিরে চায়।
উদ্দামতা আর হুল্লোড় করে ফেরে।


আমিই হাত নাড়িয়ে কৃতজ্ঞতায় বলে দিলাম
চলে যাচ্ছ যাও, স্মৃতির মণিকোঠায় রয়ে যেও।
তোমায় ডাকলেই যেন পাই।
স্মিত হাস্যে সে শেষ উষ্ণতায়
হাত বাড়িয়ে বলে গেল।


আমায় মনে থাকবে!
অনেক যন্ত্রণা দিয়েছি পথ চলতে গিয়ে।
আলো হাসি খুশি তাও রেখে গেছি।
কিছু কিছু ভুল তোমরাও করে গেছো,
আমায় শুধু একা দোষী করেছ।
তোমাদের ও কি সত্যি কোন ভুল ছিলনা।


চোখের জলে পিছল করবনা পথ।
এটুকুই শুধু বলে যাই
সঠিক মানুষ চিনে নিও ।
তাঁহাদের সাথে গলায় গলায় জীবনের গান গেও।
একে অন্যকে ক্ষমা করতে শিখে নিও।
অন্যের ভালো দেখে মুখ ঘুরিয়ে থেকো না।
বরং পিঠে হাত রেখে বলে দিও।
আনন্দ খুশিতে অনেকটা পথ এগিয়ে যাও ।
নব জীবনের নব নব সব সাথীরা।