জবা'রা আজ সব্বাই ছুটি নিয়েছে।
করবী'রা বলে উঠল ভয় নেই আমরা আছি
বসন্ত এসেছে তাকেই বরন করি।
আমাদের গোলাপী রঙের আভায়।


অভিমানী সাদা টগর সাথে সাথে জবাব
দেখো বসন্ত চাঁদের জ্যোৎস্না সাজিয়েছি
তোমায় বরন করব বলে।


ঝরে যাওয়া সজনে ফুল ক্লান্ত স্বরে বলে
আমি ও আছি ওদের সাথে, একটু জিরিয়ে নিও।
শান্ত শীতল ঝিরঝির ঝর্ণা বাতাসে।


গুর গম্ভীর রবে রবাবের সুরে গেয়ে ওঠে
বাক্সবাদামের খয়েরী ফুলের গুচ্ছেরা
সুবাসিত আতর ছড়িয়ে রেখেছি বসন্ত
শুধুমাত্র তোমারই জন্য।


ভুঁইফোর লিলি হটাত উঁকি দিয়ে বলে ওঠে
সারাবছর খোঁজ নেই বলে
আমায় ফাঁকি দিওনা।
এসেছি তোমার উৎসবে।


লালে লাল কৃষ্ণচূড়া উড়িয়ে দিল বিজয় কেতন
সোনাঝুরি সব দুলে দুলে বাজায় কাঁসর ঘণ্টা
দোলনচাঁপা দুলে দুলে গেয়ে ওঠে
আনন্দ বসন্ত সমাগমের উৎসব গান।