ঘুম ভেঙে গেল হৃদয়ের আর্তনাদে
মনে হোল আজ কিছু হয়ে যাবে এলোমেলো
কেননা, নিয়ম ভেঙেছে ঘুম।


মিষ্টি সুরে একটা পাখী ডেকে চলেছে
আধা অন্ধকারে তাকে দেখা যায়না
তবু সে শব্দের অহংকারে নিজেকে প্রকাশ করে।


বেড়ালের কান্না ক্রমাগ্রত ভেসে আসছে
জাগতিক নিয়ম ভেঙে করছে অস্তিত্বের লড়াই
হয়তো নিজের যন্ত্রণা জানায় শেষ সময়ের জন্য।


একটা মানুষ সময়টা ধরবে বলে ছুটছে
দূর থেকে ভেসে আসা ট্রেনের সঙ্কেতে আশাহত
চলনের গতি চকিতে বিলম্বিতে।


সন্ধায় যে আত্মারা ভিড় করে অন্ধকার নামায়
এই এই ব্রাহ্মমুহূর্তে তাঁরা নিঃশব্দে কোথায় যেন হারায়।
আবার পাখীর ডানায় নেমে আসে আপন জনের কাছে।