বৃষ্টি আসবে নিশ্চয় আসবে
বারবার সে এসেছে এবারেও আসবে
  অভিমান করেছে হয়তো!
  সবুজের ইশারা একটু কম কি ?
নীলখামে কাজল কালো লিপিতে
বার্তা পাঠিয়ে বলেছে -আমি আসছি
   পোখরাজ রঙের শাড়ির জল চুমকিতে
   ওকে দেখতে লাগে অপরুপা অনন্যা
কাল ও এসেছিল পাশের ভিন পাড়াতে
শুনেছি ওরা নাকি উত্সবে করেছিল !
   ও আসলেই আমরাও পরবে মাতব
   সারারাত জাগবো জোনাকীর জলসায়
ভিজে মাটির গন্ধে চাতকের তৃষ্ণায়
দাদুরীদের ঐকতানে এলাকা মশগুল
      বুকের গভীরে অতল বিশ্বাস রেখেছি
      আমি জানি ও নিশ্চিত আসবেই আসবে ।