সমানে বৃষ্টি ঝরে চলেছে
আজ আর বুঝি সে থামবে না।
হাল্কা আলাপ বিলম্বিতে কখন দ্রুত খেয়ালে,
আবার কখন ঝালায়...
এই সৃষ্টি এই পৃথিবী
লণ্ডভণ্ড করে দেবার পরিকল্পনায় মেতেছে সে।
হাস্নুহেনা জলভারে অবনতা প্রায় মাটিতে
যেন সে করজোড়ে প্রার্থনা করছে।
আর নয় আর নয় বাদলের ধারা আর নয়।
মড়া গাছের ডালে কাকেরা আকাশের দিকে চায়
আর সমানে পাখনা ঝেড়ে জল তাড়ায়।


শিবু মাঝির নৌকায় কোন যাত্রী নেই
আজ খেয়া পার করিয়ে রোজগার কিছু জুটবে না;
মনে মনে সে উগ্রচণ্ডা নদীকে অভিশাপ দিয়ে চলেছে।
কিন্ত, নদী মনে মনে কি আনন্দে চলেছে স্বমহিমায়
কোথাও কোথাও গিলে চলেছে  ঘর বাড়ি গ্রাম।
সর্বনাশী যেন ধ্বংসের খেলায় মেতে উঠেছে।
সাথে যে পেয়েছে অনন্য সখী বৃষ্টি রানী'কে।
মাছ ধরতে গেছিল যারা সবাই ফিরেছে বাড়ি
ফেরেনি শুধু পরান । সবাই আশা ছেড়ে দিয়েছে।
ওর বউ ভিজে ভিজে তবুও এসেছে নদীর পাড়ে।
যদি সে ফিরে আসে সেই আশায়।
পরানের বউ-এর চোখের জলে নাকি বৃষ্টিতে
এপার ওপার আবার ঝাপ্সা হয়ে গেল।