তুই
এখন কোথায়?
আমার বৃষ্টি ভাল্লাগে
বৃষ্টিযে চিহ্ন রেখে যায়।
বিদ্যুৎ তারের জল চুমকি গুনতে
বৃষ্টির গন্ধ মাখতে তোর আজো ভাল্লাগে।
আজ বৃষ্টি আসার কথা,নিজের কানে শুনেছি।
মেঘ বাতাসের খামে সে খবর পাঠিয়ে দিয়েছে।
ও আসলেই তোর মুখটা জলছবির মত ভেসে ওঠে।
ফিসফিস করে বলিস চল দুজনে মিলে ভিজে একসা হই।
আমার বুকে তখন মাদল বাজে দ্রিমি দ্রিম তাধিন তাধিন তা।
তোর পায়ে বাজতে থাকে জলনুপুর রিম ঝিম ঝিম ঝুম ঝুমা ঝুম
আমার শরীর জুড়ে আসে ধূম জ্বর। বিপদ সীমানা অতিক্রম করে পারদ ।