বৃষ্টির তোরজোড় আর নেই
  মেঘ গিয়েছে দূরে।
রোদ্দুর মেঘের পর্দা সরিয়ে
  কেবলই উঁকি মারে
রাতের শরীরে থেকে সোহাগ
  ধুয়ে গেছে বৃষ্টিতে।
চুপি চুপি কি যেন বলে
  সোনা রোদ্দুর হাসিতে।
গরম চায়ে চুমুক দিয়ে
  চেয়ে থাকি মুখপানে।
চমক লাগে উষ্ণতায়
   ওষ্ঠ পুড়েছে আনমনে।
অনেক দিনের না পাওয়াতে
    ধুঁকছিল এক নদী ।
বৃষ্টি এসে হাত ধরেছে
    মোহানায় যায় যদি।
আজ একটুখানি লেপটে থাকা
    অনেকটা খুনসুটি।
কোথাও যাবার ইচ্ছা নেই
   আজকে যেন ছুটি।