না'বলে যখন এসেছ চলে
দুদণ্ড কাছে কাছে রয়ে যাও।
আকাশ এখন কাজল কালো
বৃষ্টি নাচন তাও দেখে যাও।


বৃষ্টি নাচে জলের পাতায়
তাথৈ তাথৈ কালো ছাতায়।
মাঝে মাঝে চমকে বেড়ায়
অঝোর ধারায় দৃষ্টি হারায়।


দৃষ্টি এখন তোমায় ঘিরে
স্মৃতির পাতায় গেলাম ফিরে।
ভিড় সরিয়ে কচুরিপানা
তোমারি মুখ চাঁদের কণা।


চাঁদের মুখ রুটি ঝলসানো
হৃদয় জুড়ে কি ভলকানো?
চোখের কোণে চিকমিক করে
বৃষ্টিফোঁটা নাকি অশ্রু ঝরে।


অশ্রুতে বুঝি নুনের পাহাড়
হারিয়েছে রঙ পাতাবাহার।
বেণীমাধবের বাড়ির ঠিকানা
আজো কি আছে এখনো অজানা।


বেনিমাধব বড় ভুল করেছিল
দেখেও নাদেখা ভান করেছিল।
মরীচিকা ফাঁদে পা রেখেছিল
গোলকধাঁধায় পথ হারিয়েছিল।


পথ বুঝি আজ পথে মিলে গেল
ঝরা বকুল গন্ধ কি বলে গেল?
এই শ্রাবণের ভরা পূর্ণিমায়
মিলন বাসর সে সাজিয়ে ছিল।


সে এসেছে ঘরে, ছেড়েছে অন্ধগলি
ওরই বুঝি নাম ছিল শ্রাবণী কৃষ্ণকলি।
বলি বলি করে দিনকাল গেছে চলে
এসেছ যখন প্রিয়,যেওনা আর চলে।